Templates by BIGtheme NET
২৫ মে, ২০২০ ইং, ১১ জ্যৈষ্ঠ, ১৪২৭ বঙ্গাব্দ , ১ শাওয়াল, ১৪৪১ হিজরী

ধাওয়ানের পরিবর্তে ভারতীয় দলে পান্ত!

প্রকাশের সময়: জুন ১২, ২০১৯, ৪:০২ অপরাহ্ণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পাশাপাশি শিখর ধাওয়ানের দুর্দান্ত সেঞ্চুরি। ভারতীয় শিবিরে যখন আনন্দ পালনের সময় তখনই এলো বড় দুঃসংবাদ। বুড়ো আঙুলের চির ধরায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন ধাওয়ান। ভারতীয়  সংবাদ মাধ্যম জানাচ্ছে, ধাওয়ানের পরিবর্তে দলে যোগ দিতে দেশ থেকে উড়াল দিয়েছেন ঋষভ পান্ত।

অজিদের বিপক্ষে দাপুটে জয়ের ম্যাচে ১০৯ বলে বীরোচিত ১১৭ রানের ইনিংস খেলেন ধাওয়ান। তবে সে ম্যাচে প্রতিপক্ষের পেসার নাথান কোল্টার-নাইলের করা একটি বলে বাঁহাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান তিনি।

পরে ভারতের ফিল্ডিং ইনিংসে মাঠেই নামতে পারেননি ধাওয়ান। তার পরিবর্তে পুরো ৫০ ওভার ফিল্ডিং করে রবীন্দ্র জাদেজা। আর ম্যাচ শেষে তার হাতের স্ক্যান করানো হলে চিড় ধরা পড়ে।

১৩ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে ভারত। সে ম্যাচেই পান্তকে দেখা যেতে পারে দলের সঙ্গে।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে ভারতীয় বোর্ডের একটি সূত্র বলেন, ‘বিস্তারিত ব্যাপারটা তাই বলছে ধাওয়ান লম্বা সময়ের জন্য বাইরে, বোর্ড আনুষ্ঠানিক ভাবে তার পরিবর্তে কাউকে নিচ্ছে। সেই পরিবর্তন হিসেবে আমরা পান্তকেই ভাবছি। তার (ধাওয়ান) চোট একজন রিপ্লেস নেওয়ার জন্য যথেষ্ট।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

six − one =