বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফিরিয়ে আনার জন্য আইনি ও কূটনৈতিক লড়াই চলছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেছেন, খুনিরা যে যেখানেই থাকুক; সেখান থেকে ফিরিয়ে এনে তাদের রায় কার্যকর করা হবে।
শুক্রবার ১৬ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীরা কে কোথায় আমরা জানি। চারজনের ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে। এর মধ্যে আমেরিকায় যিনি আছেন তাকে আমরা ফিরিয়ে আনবো।
এসময় তিনি ১৫ আগস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালন না করে ১৬ আগস্ট পালন করার সমালোচনা করে বলেন, আপনারা বোঝেন এই খালেদা জিয়া তার জন্মদিন প্রত্যেক দিন বদলান। তার কত জন্মদিন আছে আল্লাহ মালিক জানে। আমি এ নিয়ে আর মন্তব্য করতে চাই না।