Templates by BIGtheme NET
৮ জুলাই, ২০২০ ইং, ২৪ আষাঢ়, ১৪২৭ বঙ্গাব্দ , ১৫ জিলক্বদ, ১৪৪১ হিজরী

প্রস্তুতি ম্যাচ নিয়ে আফসোস নেই মুমিনুলের

প্রকাশের সময়: নভেম্বর ১৩, ২০১৯, ১০:৪৮ অপরাহ্ণ

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারতে বাংলাদেশ। এরই মধ্যে শেষ হয়েছে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বৃহস্পতিবার ইন্দোরে শুধু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। কিন্তু টি-টোয়েন্টি বা টেস্ট, কোনো সিরিজের আগেই ভারতে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পায়নি টাইগাররা।

সাধারণত সব দলই কোনো সফরে মূল সিরিজ শুরুর আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুতি ম্যাচ খেলে থাকে। বাংলাদেশ সেই সুযোগ না পেলেও আফসোস করতে চান না​ টেস্ট অধিনায়ক মুমিনুল হক। তার বিশ্বাস ভালো প্রস্তুতি নিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের মিশন শুরু করতে যাচ্ছে টাইগাররা।

‘আমার কাছে মনে হয় না, প্রস্তুতিতে কোনো ঘাটতি আছে। আমরা সর্বশেষ যখন এসেছিলাম (ভারতে) তখন হায়দরাবাদে প্রস্তুতি ম্যাচ ছিল। এ বছর কোনো প্র্যাকটিস ম্যাচ নেই। খেয়াল করে দেখবেন, আমরা টেস্ট টিমে ৮ খেলোয়াড় টেস্ট খেলতে আসছি (যারা টি-টোয়েন্টিতে ছিলেন না)। আটজনই কিন্তু সবাই ফোর ডে ম্যাচ খেলে আসছে।’- বুধবার সংবাদ সম্মেলনে এভাবেই বলে মুমিনুল।

টাইগার অধিনায়ক যোগ করেন, ‘আমি পাঁচ থেকে ছয় মাসের মধ্যে আট থেকে দশটা চার দিনের ম্যাচ খেলেছি। তারপর যারা ছিল ‘এ’ টিমে খেলেছে। মুশফিক ভাই, রিয়াদ ভাই সবাই ফার্স্ট-ক্লাস খেলেছে। তো আমার কাছে মনে হয় না যে কোনো প্রবলেম হবে।’

ইন্দোর টেস্টে না হয় হলো। কিন্তু কলকাতা টেস্টের আগে তো অন্তত প্রস্তুতি ম্যাচ খেলা দরকার। ২২ নভেম্বর শুরু হতে যাওয়া ম্যাচটা যে হবে দিবারাত্রির। গোলাপি বলে কোনো ধরনের ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের খেলোয়াড়দের। কিন্তু সেটিও হচ্ছে না।

এ ক্ষেত্রে মুমিনুল ইতিবাচক থাকতে চান, ‘সবাই খেলার মধ্যেই ছিল। ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারবে। জিনিসটা (প্রস্তুতি ম্যাচ) আমরাও খেলি নাই, ভারতও খেলে নাই। আমার দেশের জন্য, আমার দেশের খেলোয়াড়দের জন্য এটা ভালো সুযোগ।’

‘আমরা কখন আবার গোলাপি বলে খেলব, কখন আবার খেলা হবে এগুলো আইডিয়া নাই। আমরা একটা সুযোগ পেয়েছি, গোলাপি বলে খেলার। আমার মনে হয় এই সুযোগটা ওই ভাবে দেখে, ঘাটতি আছে এগুলো চিন্তা না করে ভালোভাবে চিন্তাভাবনা করা উচিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

8 + five =