Templates by BIGtheme NET
১৩ আগস্ট, ২০২০ ইং, ২৯ শ্রাবণ, ১৪২৭ বঙ্গাব্দ , ২২ জিলহজ্জ, ১৪৪১ হিজরী

স্টোকসের সঙ্গে তুলনা করার মত কেউ ভারতে নেই!

প্রকাশের সময়: জুলাই ২৮, ২০২০, ৯:৩৬ পূর্বাহ্ণ

বর্তমানে বিশ্ব ক্রিকেটে সেরা অলরাউন্ডার ইংল্যান্ডের বেন স্টোকস। আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছেন তিনি। র‌্যাংকিংয়েই শুধুমাত্র শীর্ষস্থান নিয়ে সেরার তকমা পাননি স্টোকস। গেল বিশ্বকাপের ফাইনালে শেষ পর্যন্ত লড়াই করে ইংল্যান্ডের শিরোপা জয়ে অসাধারন ভূমিকাও রাখেন এ ইংলিশ অলরাউন্ডার। এরপর থেকে অলরাউন্ডার স্টোকসের বন্দনা বিশ্ব ক্রিকেটে। স্টোকসের সঙ্গে ভারতের কারো তুলনা করা যাবে না বলে জানালেন দেশটির সাবেক ওপেনার গৌতম গম্ভীর।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে আইসিসি টেস্ট র‌্যাংকিয়ে অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন স্টোকস। শীর্ষে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। সিরিজের দ্বিতীয় টেস্ট শেষে হোল্ডারকে সরিয়ে র‌্যাংকিংএর শীর্ষে উঠেন স্টোকস।

প্রথম দুই টেস্টে ব্যাট হাতে ৪৩, ৪৬, ১৭৬ ও অপরাজিত ৭৮ রান করেন তিনি। বল হাতে শিকার করেন ৯ উইকেট। এমন পারফরমেন্স আইসিসি র‌্যাংকিংয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে তুলেছে স্টোকসকে।

সম্প্রতি স্টার স্পোর্টসের একটি শো ক্রিকেট ‘কানেক্টেড’ এ স্টোকসের প্রশংসা করলেন গম্ভীর। তিনি বলেন, ‘এই মুহূর্তে স্টোকসের সঙ্গে ভারতের কারো তুলনা করতে পারবেন না। কারণ স্টোকস নিজেকে অনেক উচ্চ স্থানে নিয়ে গেছেন। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট, তিন ফরম্যাটেই আমি মনে করি না যে, তার সমকক্ষ কেউ আছে। ভারতে তো দূরের কথা, এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে তার কাছাকাছিও এমন কেউ নেই। আর প্রতিটি দলে এমনই একজন খেলোয়াড় আপনার প্রয়োজন। স্টোকসের মতো কাউকে পাওয়া প্রতিটি অধিনায়কের জন্য সেরা অর্জন। সে যেভাবে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং করে, তা সত্যিই অসাধারণ।

গম্ভীর আরো বলেন, ‘অধিনায়ক হবার জন্য নয়, আপনি নিজের পারফরম্যান্সেও দলনেতা হতে পারেন। অনেকেই স্টোকসের মতো হবে, কিন্তু এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে কেউ নেই’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

3 × one =