আইপিএলে আগামী বছর আরও একটি দল বাড়ছে। শুরুর দিকে একটি দল বাড়ার কথা শোনা গেলেও নতুন খবর অনুযায়ী দুটি দল বাড়তে যাচ্ছে বলে জানা গেছে। তবে তার জন্য অপেক্ষা করতে হবে রাজ্য সমিতির প্রতিনিধিদের সিদ্ধান্তের জন্য। বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় আইপিএলে দুটি দল বাড়ানোর প্রস্তাব রাখা হবে।
২৪ ডিসেম্বর বৈঠকে বসবে বিসিসিআই। এই বৈঠকে শুধু আইপিএলে দল বাড়া নিয়েই নয়, বার্ষিক সাধারণ সভায় মোট ২৩টি বিষয় নিয়ে আলোচনা হবে। যেখানে সহসভাপতি নির্বাচন, আইপিএল গভর্নিং কাউন্সিলের দুজন প্রতিনিধি নির্বাচন, জেনারেল বডির দুই সদস্য এবং ভারতীয় ক্রিকেটার সমিতির একজন প্রতিনিধি নিয়োগ করা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা যায়, আইপিএলের নতুন একটি দল হতে পারে আহমেদাবাদকে কেন্দ্র করে। যেখানে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে বিশ্বের সবচেয়ে বেশি এক লাখেরই বেশি দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম।