বঙ্গবন্ধুর বাংলায় কেউ গৃহহীন থাকবে না। তিনি দুস্থ অসহায়দের জন্য ঘরে করে দিয়েছেন, জমি দিয়েছেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা দিয়েছেন। তার হাত ধরে বদলে যাচ্ছে বাংলাদেশ প্রতিটি শহর, নগর, বন্দর। তিনি সব সময়ই এ দেশের মানুষের কথা ভাবেন। জননেত্রী শেখ হাসিনা জেগে আছেন বলেই দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারে।
শনিবার সকালে ভেদরগঞ্জে আশ্রয়ণের ঘর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এসব কথা বলেন।
তিনি বলেন, শরীয়তপুরকে উন্নত জেলায় রূপান্তর করতে জেলা প্রশাসন তিন বছর মেয়াদী একটি রূপরেখা হাতে নিয়েছে। শরীয়তপুর টু চাঁদপুর রুটে মেঘনা টানেল নির্মাণের জন্য প্রাথমিক সমীক্ষার কাজ চলছে। মহাসড়কটি চার লেনে উন্নীত করার কাজ হচ্ছে। সামনে আরও অনেক কাজ হবে। বঙ্গবন্ধু কন্যার হাতে যখন এ দেশ, তখন এ দেশের মানুষ কখনই পিছিয়ে পড়বে না।
ঘর বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পারভেজ হাসান, পুলিশ সুপার এসএম আশ্রাফুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হুমায়ূন কবির মোল্লাসহ ঘর পাওয়া দুস্থ ও গরীব পরিবারের সদস্যরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করার পর প্রত্যেক সুবিধাভোগীকে জমির দলিল, ঘর ও সনদ বুঝিয়ে দেয় ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন।