সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে প্রযুক্তিকে শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।
বিশেষভাবে সক্ষম বা যে কোন ধরনের প্রতিবন্ধীসহ দেশের প্রতিটি নাগরিকের সমান সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বর্তমান সরকার।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এবার প্রতিবন্ধীদের জন্য ডিজিটাল প্লাটফর্ম ‘ইমপোরিয়া’তৈরি করেছে সরকার।
প্রতিবন্ধী ব্যক্তি-চাকুরিদাতা প্রতিষ্ঠানের মধ্যে সেতুবন্ধন তৈরিতে এ ডিজিটাল প্লাটফর্মটি চালু করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
প্রতিবন্ধী শিক্ষিত তরুণরা দেশের বিভিন্ন এলাকা থেকে ইন্টারভিউ দিতে ঢাকা আসেন।
তাদের সময়, খরচ ও হয়রানি কমাতে এ প্লাটফর্মটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলের অনুপ্রেরণায় ‘ইমপোরিয়া’ (https://emporia.bcc.gov.bd/) সফটওয়্যারটি তৈরি করা হয়।
‘ইমপোরিয়া’নামের এই প্লাটফর্ম ২৮ মার্চ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।