করোনার দ্বিতীয় ঢেউয়ের ফলে দেশের সার্বিক অর্থনীতিতে সম্ভাব্য নেতিবাচক প্রভাব মোকাবিলায় ক্ষতিগ্রস্ত খাতগুলোতে টাকার প্রবাহ বাড়ানো হচ্ছে।
এরই অংশ হিসেবে ‘প্রো পুওর বন্ড বা দরিদ্রবান্ধব বন্ড’নামে একটি নতুন বন্ড চালু করাসহ চার দফা প্রস্তাব করেছে বাংলাদেশ ব্যাংক।
করোনার আঘাতে এ পর্যন্ত বিভিন্ন খাতে চাকরি হারানো শ্রমিক-কর্মচারীদের মধ্যে যারা বেকার রয়েছেন, তাদের কর্মসংস্থানে এ বন্ড থেকে ব্যয় করা হবে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ‘বঙ্গবন্ধুর শতবর্ষী বন্ড’ নামে আরো একটি নতুন বন্ড বাজারে ছেড়ে টাকা সংগ্রহ করা হবে।
এছাড়া সাময়িকভাবে এসএমই খাতে আরোপিত করহার কমানো ও বাণিজ্যিক ব্যাংকগুলোর লভ্যাংশ দেয়ার হার পুনর্বিবেচনা করারও প্রস্তাব করা হয়েছে।
এসব বিষয়ে একটি প্রতিবেদন এরই মধ্যে সরকারের উচ্চ পর্যায়ে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে এসব বন্ড বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক।
এ বন্ড ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট গ্রুপ, বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর কাছে বিক্রি করা হবে।
প্রাপ্ত অর্থ কম সুদে ও সহজ শর্তে ব্যাংক ও ক্ষুদ্রঋণ বিতরণকারী সংস্থাগুলোর মাধ্যমে মাঠ পর্যায়ে বিতরণ করা হবে।