নিউজ ডেস্কঃ
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (৪ এপ্রিল) সন্ধ্যা থেকে সোমবার (৫ এপ্রিল) সকাল পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
তিনি জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে ৮৭০ পিস ইয়াবা, ৪৯৭ গ্রাম হেরোইন, ১৭ কেজি ৮২৫ গ্রাম গাঁজা, ৫০টি নেশাজাতীয় ইনজেকশন, দুই বোতল বিদেশি মদ ও ১৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।