Templates by BIGtheme NET
১৯ আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ, ৪ ভাদ্র, ১৪২৮ বঙ্গাব্দ , ১০ মহর্‌রম, ১৪৪৩ হিজরি

নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সাশ্রয়ী উন্নত প্রযুক্তি অপরিহার্য: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রকাশের সময়: আগস্ট ১৯, ২০২১, ৮:২১ অপরাহ্ণ

বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সাশ্রয়ী উন্নত প্রযুক্তি অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেছেন, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির মধ্যে সম্ভাবনাময় সৌরবিদ্যুৎ। কিন্তু এর জন্য প্রচুর জমির প্রয়োজন, যা জনবহুল দেশের জন্য দুষ্কর। এমন প্রযুক্তি প্রয়োজন, যাতে স্বল্প জমিতেই সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়। এমন উন্নত প্রযুক্তি উদ্ভাবনে ব্যাপক গবেষণা প্রয়োজন।

বৃহস্পতিবার টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) উদ্যোগে ‘জাতীয় সোলার হেল্প ডেস্ক’ -এর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, টেকসই উন্নয়ন সামনে রেখে পরিকল্পনা অনুসারে বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ দেশের দিকে ধাবিত হচ্ছে। মানবসম্পদ উন্নয়ন ও আধুনিক প্রযুক্তি আমাদের টেকসই উন্নয়নের নেপথ্যে কাজ করবে। জার্মানিসহ উন্নত দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশেও নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটবে।

প্রতিমন্ত্রী বলেন, দেশব্যাপী ছাদে সোলার সম্প্রসারণের লক্ষ্যে প্রতিষ্ঠিত ন্যাশনাল সোলার হেল্প ডেস্ক একটি ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার হিসেবে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

20 + nine =