সুঁচবিহীন করোনার টিকা উৎপাদন করতে যাচ্ছে বাংলাদেশ। দেশীয় ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ইনসেপটা এ টিকা উৎপাদন করছে।
টিকাটি নাকের স্প্রের মাধ্যমে শরীরে প্রবেশ করানো যাবে। এতে ব্রিটিশ কোম্পানি ভিরাকর্প এর অত্যাধুনিক ইন্ট্রা-ন্যাজাল প্রযুক্তি ব্যবহার করা হবে।
এই বিষয়ে ব্রিটিশ কোম্পানির সঙ্গে চুক্তি সই হয়েছে বলে ১৮ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইনসেপটা।
টিকাটি করোনার ভ্যারিয়েন্টের প্রকৃতি থেকে স্বতন্ত্রভাবে সুরক্ষা দেবে ও সংক্রমণ আটকে দেবে।
সুরক্ষার পাশাপাশি টিকাটি আরো অনেক সুবিধা দেবে-যেগুলো বর্তমানে বাজারে থাকা অন্য টিকা দিতে পারছে না।
শীতল রাখার প্রচলিত পরিবহন ব্যবহার করেই টিকাটি এক জায়গা থেকে অন্যথায় নিয়ে যাওয়া যাবে। এ কাজে বাড়তি কিছু দরকার হবে না ।
বর্তমানে বেশ কয়েকটি দেশে টিকাটি প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে। ট্রায়াল শেষে আগামী বছর টিকাটির উৎপাদন ও বাজারজাত শুরু হওয়ার কথা রয়েছে।