Templates by BIGtheme NET
৩০ ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ১৫ পৌষ, ১৪২৮ বঙ্গাব্দ , ২৫ জমাদিউল আউয়াল, ১৪৪৩ হিজরি

ট্রাই-ফোল্ড সারফেস ফোন আনছে মাইক্রোসফট

প্রকাশের সময়: ডিসেম্বর ৩০, ২০২১, ২:৫৫ অপরাহ্ণ

প্রযুক্তি ডেস্ক: মাল্টি-প্যানেল ডিভাইসের দিকে যাচ্ছে মাইক্রোসফট। কোম্পানির নতুন এক প্যাটেন্ট থেকে জানা গেছে ট্রাই-ফোল্ড ডিজাইনের সারফেস ফোন আনতে যাচ্ছে সফটওয়্যার জায়ান্টটি।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্যাটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস প্যাটেন্টটির আবেদন গ্রহণ করেছে। সেখানে এই স্কেচে একটি ডিভাইসের প্রান্তেও আলাদা স্ক্রিন দেখা গেছে।

যখন ডিভাইসটিকে ফোল্ড করা হবে তখন সেটি চিরাচরিত স্মার্টফোনের মতো দেখায় আর ওয়াইড প্রোফাইলে সেটি সারফেস ডুয়োর মতো দেখাবে। মাইক্রোসফটের পক্ষ থেকে অবশ্য বাড়তি কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এমনকি এটি কীভাবে কাজ করবে সেটিও বলা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

10 − 1 =