প্রতিবেশী দেশ ভারতসহ সারা বিশ্বে উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে করোনার সংক্রমণ। বাংলাদেশেও সংক্রমণ ঊর্ধ্বমুখী।
সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে চার দফা সুপারিশ করেছে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
সুপারিশগুলো হচ্ছে-
১। হাসপাতালে পর্যাপ্ত সাধারণ ও আইসিইউ শয্যা, পর্যাপ্ত অক্সিজেন সরবাহের ব্যবস্থা করতে হবে।
২। শিক্ষার্থীসহ সবাইকে দ্রুত টিকার আওতায় নিয়ে আসতে হবে।
৩। সব পয়েন্ট অব এন্ট্রিতে স্ক্রিনিং, কোয়ারেন্টাইন ও আইসোলেশন আরো জোরদার করতে হবে।
৪। শতভাগ মাস্ক পরা নিশ্চিত করা, হাত পূনরায় ধোয়া, বিয়ের অনুষ্ঠান ,ওয়াজ মাহফিল, রাজনৈতিক সমাবেশ ইত্যাদি এ সময় বন্ধ করতে হবে।
প্রয়োজনে কর্মসূচি বাস্তবায়ন নিশ্চিতকরণের জন্য মোবাইল কোর্ট পরিচালনার পরামর্শ জাতীয় কারিগরি কমিটির।